Main Menu

কসবা থানা পুলিশ ১০মন চোলাই মদ সহ ১২ পিচ ইয়াবা নিয়ে ৩ জনকে গ্রেফতার

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০মন চোলাই মদ নিয়ে ২জন আর ১২ পিচ ইয়াবাসহ মোট ৩ জনকে আটক করে কসবা থানা পুলিশ ।
চোলাই মদ বিক্রেতা হলেন কুটি ইউপির জাজিয়ার গ্রামের আবু ছায়েদ মিয়ার পুত্র সোহেল মিয়া (৪৫) ও তার স্ত্রী বকুল বেগম (৪০)এবং বায়েক এলাকার পিতা মৃতু হানিফ মিয়ার পুত্র আজাদ মিয়া(৪৫)কে ১২ পিচ ইয়াবাসহ আটক করে। এই অভিযান পরিচালনা করেন এএসআই আবু তাহের ও এএসআই আনোয়ার হোসেন।
১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এই অভিযান চালিয়ে আটক করার কথা স্বীকার করেছেন কসবা থানা অফিসার ইনর্চাজ  মোঃ মহিউদ্দিন। থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলেও জানান।






Shares