কসবা থানা পুলিশ ১০মন চোলাই মদ সহ ১২ পিচ ইয়াবা নিয়ে ৩ জনকে গ্রেফতার
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ১০মন চোলাই মদ নিয়ে ২জন আর ১২ পিচ ইয়াবাসহ মোট ৩ জনকে আটক করে কসবা থানা পুলিশ ।
চোলাই মদ বিক্রেতা হলেন কুটি ইউপির জাজিয়ার গ্রামের আবু ছায়েদ মিয়ার পুত্র সোহেল মিয়া (৪৫) ও তার স্ত্রী বকুল বেগম (৪০)এবং বায়েক এলাকার পিতা মৃতু হানিফ মিয়ার পুত্র আজাদ মিয়া(৪৫)কে ১২ পিচ ইয়াবাসহ আটক করে। এই অভিযান পরিচালনা করেন এএসআই আবু তাহের ও এএসআই আনোয়ার হোসেন।
১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টায় এই অভিযান চালিয়ে আটক করার কথা স্বীকার করেছেন কসবা থানা অফিসার ইনর্চাজ মোঃ মহিউদ্দিন। থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলেও জানান।
« পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে জেলাবাসীকে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা ও অভিনন্দন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ঈদে কিরণমালা জামা না পেয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা »