Main Menu

কসবা থানার ওসি গোলাম মোর্সেদ বদলি

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী (কসবা প্রতিনিধি) :: কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোর্সেদ অবশেষে কসবা থানা থেকে বদলি হয়েছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। তবে তাঁর বদলির কারণ জানা যায়নি।

১৩ জুলাই রোববার  সকালে তাঁর কসবা কার্যালয়ে নিজ চেম্বারে গেলে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি ও অপরাধ পত্র সম্পাদক খ.ম.হারুনুর রশীদ ঢালীকে বদলি হওয়ার কথা জানিয়ে দোয়া কামনা করেন। তিনি কুমিল্লা জেলার চান্দিনা থেকে বদলি হয়ে গত ১ মে ২০১৫  ইং কসবা থানায় যোগদান করেছিলেন। কসবায় যোগদানের  ২ মাস ১২ দিন পর কসবা থেকে বদলি হয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে যোগদান করতে হয়েছে। বর্তমানে কসবা থানায় অফিসার ইনচার্জ ()তদন্ত) ওসি হিসেবে চলতি দায়িত্ব পালন করবেন বলে বিশেষ সূত্রটি জানান। মোঃ গোলাম মোর্সেদ ১০ জানুয়ারী ১৯৮৯ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেছিলেন।






Shares