Main Menu

কসবায় বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত

+100%-

কসবা প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের  উদ্যোগে কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ে এক ইফতার ও মিলাদ মাইফল গতকাল ১১ জুলাই শনিবার ২৩ রমজানে অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা বিএনপির সভাপতি মুহাম্মদ ইলয়াছের সভাপতিত্বে উক্ত ইফতার ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা-আখাউড়ার সাবেক এমপি মুশফিকুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এড.ফখর উদ্দিন আহাম্মেদ খান,কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকলিল আজম, এড.রাশু,সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম,কসবা পৌর বিএনপির সভাপতি আলী আশ্রব প্রমুখ।
বক্তব্য রাখেন বিএনপির সহ সভাপতি বশির চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মোঃ শরীফুল ইসলাম ভূূঁইয়া,কসবা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।
অনুষ্ঠানটি জেলা,উপজেলা,শিক্ষক,জনপ্রতিনিধি,মুক্তিযোদ্ধা, সাংবাদিক,ইমামসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের  উপজেলা,ইউনিয়ন,ওয়ার্ড,গ্রাম পর্যায়ে দলীও সংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতার অনুষ্ঠানটি সন্দুর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সাবেক এমপি মুশফিকুর রহমান নেতাকর্মী সহ সকলের দীর্ঘায়ু ও সু-স্বাস্থ্য কামনা করেন।