Main Menu

কসবায় ৬ জুয়ারিকে ১মাস ১০দিনের কারাদন্ড

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) ঃ ৫জুলাই রোববার কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আরিফুল ইসলাম তাঁর অফিসে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬ জুয়ারীকে ১মাস ১০ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছেন। কসবা উপজেলা মেহারী ইউনিয়নস্থ সিমরাইল সাতপাড়া গ্রামে জুয়া খেলার অপতৎপরতা ফলে এলাকাবাসী পুলিশে সংবাদ দিলে ঘটনাস্থল থেকে ৬ জুয়ারীকে  আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করেন। সাজা প্রাপ্তরা হচ্ছে,উপজেলার সিমরাইল গ্রামের শিশু মিয়াকে ১মাস, অপর ৫জন যথাক্রমে ওয়াশিম,জালাল মিয়া,জানু মিয়া,এরশাদ ও মোঃ এরশাদ মিয়াকে ১০ দিনের । ৫জুলাই  দুপুরে কসবা থানা পুলিশ সকল সাজাপ্রাপ্ত আসামীদেরকে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করেন। কসবায় ইদানিং জুয়া ও চোরাচালানি ও মাদকসেবী সহ ডাকাতির অপতৎপরতা  বৃদ্ধি পেয়েছে বলে এলাকাবাসী জানান। অপর দিকে কসবা সদর ইমাম পাড়া পশ্চিম পাশে লৌহার ব্রীজের জহিরের বাড়িতে প্রতিনিয়ত জুয়াসহ মদ গাঁজার আসর বসে বলে এলাকাবাসী জানান। আবার সুযোগ বুঝে ব্রীজের কাছে ছিনতাই ঘটনায় জড়িত বলে বিশেষ সূত্রটি জানান। এই ব্যাপারে থানা পুলিশের কাছে অভিযোগ দিলেও পুলিশ তৎপরতা না নিয়ে উল্টো তাকে শেল্টার দিচ্ছে বলে কথা উঠেছে। এই বিষয়ে কসবা থানা ওসি গোলাম মোর্সেদ জানান তাকে আটকে ব্যাপক তৎপরতা অব্যাহত রেখেছে।






Shares