Main Menu

কুটি ইউপির সাবেক মেম্বার হারুন মিয়ার বিরদ্ধে ৩৫ লাখ টাকা আত্বসাৎত’র অভিযোগে সাংবাদিক সম্মেলন

+100%-

কসবা উপজেলা প্রতিনিধি ব্রাহ্মনবাড়িয়া :: ৩ জুলাই শুক্রবার  দুপুরে কসবা উপজেলা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলনে  লিখিত বক্তব্যে  অভিযোগ করেন এক ভুক্তভোগি  মোঃ ইউনুছ মিয়া।
উপজেলার  কুটি গ্রামের মোঃ ইউনুছ মিয়া(৬০) পিতা মৃত-আঃ বারিক (তিতু মিয়া) এর কাছ থেকে পাটের ব্যবসার লাভ লোভ দেখিয়ে শেয়ার করার লক্ষে সরল বিশ্বাসে  গত ২০১১ সালে  নগদ ৯ লাখ (নয়), ২০১২ ইং সালে চেকের মাধ্যমে ২৬ (ছাব্বিস) লাখ টাকা দুই বারে মোট ৩৫ লাখ (পয়ত্রিশ) টাকা প্রদান করার বিষয়াদি তুলে ধরেন। কিন্ত  ব্যবসার পরিচালনা করা কালে মোঃ ইউনুছ মিয়াকে দীর্ঘ দিন যাবৎ  ব্যবসার আসল ও লাভের  টাকার প্রদানে কোনো হিসেব নিকাশ প্রদান করে নাই। ভুক্তভোগি ইউনুছ মিয়া বার বার চেষ্টা করেও  টাকা আদায়ে ব্যর্থ হয়ে অবশেষে এলাকাবাসীকে জানিয়ে বিচার চেয়ে ব্যর্থ  হয়ে  গত ৭ জুন ২০১৫ইং জেলা আদালতে নিজেই বাদী হয়ে প্রতারক হারুন মিয়াকে আসামী করে পিটিশন মামলা দায়ের করেন।

আদালত পিটিশন আমলে নিয়ে ওসি কসবা থানাকে আইনগত  ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন। ওসি কসবা  মামলাটির  তদন্তভার  দায়িত্ব  প্রদান করেন এস আই মোঃ সফিকুল ইসলামকে।  মামলার মানিত ৬ স্বাক্ষীর মধ্যে ৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করেন। কিন্ত বাকি ১জন বিদেশে  অপরজন বিদেশে যাওয়ার চেষ্টা থাকায় স্বাক্ষী নিতে পারেননি।
ভুুক্তভোগি পরিবারটিকে  বহু অপকর্মের হোতা,পর সম্পদ লোভী টাকা আত্বসাৎকারী  হারুন মিয়াসহ তাঁর দলবল নিয়ে মামলা তুলে নেওয়ার জন্য বিভ্নি ভাবে ভয়ভিতি প্রর্দশন করছেন। উক্ত মামলাটি তুলে না নিলে বাদীকে জীবনাশ ঘটাতে পারে  বিবাদী হারুন মিয়ার  কথা বার্তায় সন্দেহ হচ্ছে এবং অপর দিকে চেক আত্বসাৎকারী  হারুন মিয়ার বিরুদ্ধে দায়ের কৃত মামলাটির তদন্ত কিভাবে বাদী ন্যায় বিচার পায় বিবাদী হারুন মিয়া তা দেখে নিবে বলে প্রকাশ্য বলাবলি করছেন বলে সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেন মামলার বাদী মোঃ ইউনুছ মিয়া।

সাংবাদিক সম্মেলনে প্রতারক,বহু অপকর্মের হোতা,পর সম্পদ লোভি হারুন মিয়াকে গ্রেফতারের দাবী  করেন মামলার বাদী ইউনুছ মিয়া এবং তাঁর জানমাল রক্ষার্থে,দায়ের কৃত মামলার তদন্তে ন্যায় বিচার পাওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তথা সকলের সহযোগিতা  চেয়েছেন।






Shares