Main Menu

কসবা তাঁরাপুর-কমলাসাগর সীমান্ত চুতর্থবারের হাট জমে উঠেছে

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি ::ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তের কমলা সাগর দীঘির উত্তরপাড়ে সীমান্ত হাট বাজার জমে উঠেছে। গত ১১ জুন বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বিদ্যুৎ প্রজ্জলনের মধ্যদিয়ে কমলাসাগর-তারাপুর হাটের প্রথম হাটবারের শুভ সূচনা করা হয়েছিল। এটি দেশের চতুর্থ ও ত্রিপুরা রাজ্যের দ্বিতীয় সীমান্ত হাট।
বৃহস্পতিবার ২ জুলাই দুপুরে ভারতের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ডি.কে.চাকমার সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়ার জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট  (এডিএম) নাজমা বেগম, কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়ার উপস্থিতিতে হাটের উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। এই সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম,সহকারী কমিশানর (ভূমি) সোহেল আহাম্মেদ,কসবা থানা অফিসার ইনচার্জ গোলাম মোর্সেদ প্রমুখ উপস্থিত ছিলেন । বর্ডার হাট বাজারের সভা কক্ষে  দুই দেশের বর্ডার হাট উন্নয়ন নানাহবিধ সমস্যা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয় বলে বিশেষ সূত্রটি জানান। এছাড়াও জেলা নির্বাহী ম্যাজেস্ট্রেট গণ উপস্থিত ছিলেন।
বর্তমান চতুর্থবারের হাট বেশ জমে উঠেছে এবং দুই বাংলার বিক্রেতাদের মাঝে কেনাবেচার ধুম পড়েছে বলে আগত দর্শকরা জানান।






Shares