কুটি পৌরসভার দাবীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি (ব্রাহ্মণবাড়িয়া) ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলাস্থ ১১টি ওয়ার্ড নিয়ে কুটি ইউপি গঠিত। কুটি বাসীর দীর্ঘ দিনের প্রাণের দাবী কুটিকে পৌরসভা প্রতিষ্ঠাতা করা। সেই দাবীকে সামনে রেখে বুধবার (১৭ জুন) বিকালে কুটি বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুটি ইউপি আওয়ামীলীগের সভাপতি ছায়েদুর রহমান স্বপনের আহবানে কুটি এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ এই সভায় উপস্থিত হন। কুটি ইউপির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব কাদের সরকারের সভাপতিত্বে পৌরসভা বাস্তবায়ন করার লক্ষে মতনিময় সভায় বক্তব্য রাখেন কুটি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম জিতু, কুটি ইউপি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান লিটন,কুটি ইউপি আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাজির আহাম্মেদ হুমায়ন, কসবা উপজেলা কৃষক লীগের আহবায়ক আলহাজ্ব আইয়ুব আলী ভুইয়া, বিশিষ্ট ব্যবসায়ী এম এ মতিন,কুটি ইউপি আওয়ামীলেিগর সাংগঠনিক সম্পাদক শামীম রেজা, কসবা উপজেলা ছাত্রলেিগর সাংগঠনিক সম্পাদক রণি৫মোস্তাক আহাম্মে, শিপন প্রমুখ। বক্তারা কুটি পৌরসভা বাস্তবায়ন করতে ৫ সদস্য উপদেষ্টা সহ ১৪১সদস্য বিশিষ্ট একটি বাস্তবায়ন কমিটি গঠনে সিদ্ধান্ত হয়। এবং প্রাণের দাবী কুটিকে পৌরসভা বাস্তবায়ন করার জন্য আইনমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন কুটিবাসী ।