Main Menu

ভাষা সৈনিক ডা. ময়না মিয়া সম্পর্কে মানহানিকর ঘটনা :: ২৬ জুন পর্যন্ত কর্মসূচী স্থগিত

+100%-

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥ কসবায় প্রশাসনের অনুরোধে আগামী ২৬ জুন পর্যন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ তৈরী স্থগিত করেছেন মুক্তিযোদ্ধা-জনতা। ভাষা সৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম ডা: ওয়াহেদ উদ্দিন আহমেদ (ময়না মিয়া) সম্পর্কে একটি চিহ্নিত মহল মানহানিকর পোস্টার ও লিফলেট তৈরি করে বিতরণ করলে স্থানীয় মুক্তিযোদ্ধা-জনতা গত ৫ জুন সংবাদ সম্মেলন করে দোষীদের গ্রেফতার করার দাবী জানায়। এ ব্যাপারে তাদের বিরুদ্ধে কসবা থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে। সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধারা ১৫ জুনের মধ্যে আসামীদের গ্রেফতার না করলে ১৬ জুন কসবায় মুক্তিযোদ্ধা মঞ্চ তৈরী করে বৃহত্তর আন্দোলনের কর্মসূচী দেবেন বলে ঘোষণা দিয়েছিলেন। পূর্ব ঘোষণা অনুযায়ী মঞ্চ তৈরির প্রাক্কালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলাম ও উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো. আনিছুল হক ভুইয়া, আইনমন্ত্রী দেশে না থাকায় আগামী ২৬ জুন পর্যন্ত মুক্তিযোদ্ধা মঞ্চ তৈরি স্থগিত রাখার অনুরোধ করেন।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার ( ১৬ জুন) বিকেলে কসবা প্রেসক্লাবে মুক্তিযোদ্ধারা সংবাদ সম্মেলনের আয়োজন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার মূলগ্রাম ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমান্ডার সুবেদার (অব:) সামছুল আলম, মরহুম ময়না মিয়ার কনিষ্ঠ পুত্র আমজাদ হোসেনসহ বিপুল সংখ্যক মুক্তিযোদ্ধা-জনতা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিক জানান, আসামীদের গ্রেফতারের ব্যাপারে পুলিশ রহস্যজনক ভূমিকা পালন করছে।
কসবা থানা উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সাথে গতকাল মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় যোগাযোগ করা হলে তিনি জানান, মামলার বিষয়টি এখনো তদন্ত করা সম্ভব হয়নি।






Shares