Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুর সীমান্ত হাট ১১ জুন আনুষ্ঠানিক যাত্রা শুরু

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি::দুই দেশের প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের  মাধ্যমে উদ্বোধন পর আগামী কাল ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা সীমান্তের কমলা সাগর দীঘির উত্তরপাড়ে তারাপুর এলাকায় ২০৩৯নং পিলার সংলগ্ন বাংলাদেশ-ভারত সীমান্তে দু’দেশের যৌথ মালিকানায় সীমান্ত হাট আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে।


আগামী কাল ১১ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় এই হাটের স্থানীয় ভাবে আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু হবে। দুই দেশের জেলা প্রশাসন সহ বর্ডার হার্ট ব্যাবস্থাপনা কমিটির উদ্যোগে এই যাত্রা শুরু হবে বলে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম  মোহনা টিভি প্রতিনিধিকে  আজ  জানান।
এ উপলক্ষ্যে দু’দেশের সীমান্ত হাট ভারতের কমলাসাগর দীঘি পর্যটন এলাকায় আলোচনা সভা ও দুই দেশের জাতীয় সংগীত দিয়ে অনুষ্ঠান যাত্রা শুরু হবে। বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শ্রী ডি.কে চাকমা।


জানা যায়, বাংলাদেশের ৬৯.৬৬ শতাংশ ও ভারতের ৬৯.৬৬ শতাংশ ভূমিতে ভারত সরকারের ২ কোটি ৪৪ লাখ রুপি ব্যয়ে ৬০টি দোকান ঘর নির্মাণ কাজ সম্পন্ন করা হয়। তৈরীকৃত সীমান্ত হাটে বাংলাদেশের ২৫ জন ব্যবসায়ী ও ভারতের ২৫ জন ব্যবসায়ী নির্ধারিত পণ্য দ্রব্য বিক্রয় করতে পারবেন। প্রতি বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সীমান্ত হাটের কার্যক্রম চলবে।
ব্রাহ্মণবাড়িয়ার জেলার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম বলেন বাংলাদেশের চাহিদা যেমন পূরণ হবে নিসন্দেহে বাণিজ্যক ভাবে অগ্রগতি হবে আশা করেন।

সীমান্ত হাট উপলক্ষ্যে দু’দেশের সীমান্তবর্তী মানুষের মধ্যে আর্থিক ভিত্তি মজবুত হবে বলে দু’দেশের সীমান্তবাসীরা সাংবাদিকদের কাছে এই অভিমত প্রকাশ করেন।