কসবায় পিতা পুত্রসহ গৃহবধুকে কুপিয়ে আহত, থানায় মামলা
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিতা পুত্রসহ গৃহবধুকে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত (২৭ এপ্রিল) সোমবার দুপুরে জেলার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের চারুয়া গ্রামে ভিটি বাড়িকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। আহতরা হলেন-চারুয়া গ্রামের মৃত আলতাব আলী সরকারের পুত্র আব্দুল বারেক সরকার (৮০), আব্দুল বারেক সরকারের পুত্র জালাল সরকার(৩০), পুত্র জালাল সরকারের স্ত্রী মোছাঃ মুছেনা বেগম(২৫)। আহত এই তিন জনকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভর্তি করা হয়েছে।
গত সোমবার দুপর দুইটার দিকে একই গ্রামের প্রতিবেশী মজিবুর রহমান সরকার (৫০), আশিক সরকার (২৫), মোতালেব সরকার (৪৮), লোকমান সরকার (৩২) সহ ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল দাঁ, রড, ছেনী, লাঠি ,সোটা সহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে পরিকল্পিত ভাবে আব্দুল বারেক সরকারের বাড়িতে প্রবেশ করে বাড়ীর টিনের বেড়া,দরজা-জানালা,গাছ পালা এলা-পাথারী কুপিয়ে ব্যাপক ভাংচুর সহ ক্ষতি সাধন করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্রে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তাদের ডাক-চিৎকারের শব্দ পেয়ে পার্শ্ববর্তী বাড়ির লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে কসবা হাসপাতালে ভর্তি করান। গ্রামবাসী জানান, দুর্বৃত্তরা পূর্ব শ্রত্রুতার জের ধরে পিতা-পুত্র ও পুত্র বধুকে কুপিয়েছে।
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, গতকাল সোমবার জখমী আব্দুল বারেক সরকার বাদী হয়ে মজিবুর রহমান সরকারসহ ৮ জনকে আসামী করে থানায় একটি মামলা করেন এবং তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে। মামলার বাদী পক্ষ জানান, আসামী পক্ষরা মামলা তুলে নেওয়ার জন্য বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে।