পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ, গুরুত্বর আহত ৯
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
কসবা প্রতিনিধি :: কসবা উপজেলার গোপিনাথপুর কোনাপাড়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে গত রোববার (১৫ মার্চ) রাত ৮টায় প্রতিপক্ষের দায়ের আঘাতে ফিরুজ মিয়া(৪৮) গুরুত্বর আহত হয়ে ঢাকা মেডিকেল হাসপাতালে বিচিকিৎসাধীন আছেন। অপর ৫জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে মামলার বাদী মোছামঃপেয়ারা বেগম জানান। এই ব্যাপারে কসবা থানায় মামলা হয়েছে বলে থানার ডিউটি অফিসার জানান।
« কসবায় ডাকাতের হাতে গৃহকর্তাসহ ৪জন আহত (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) ব্রাহ্মণবাড়িয়ায় এ.কে. খন্দকারের বিরুদ্ধে সমন জারি »