কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত: ১৫ প্রার্থীর মধ্যে ৭২৬ ভোটে ৭ জন বিজয়ী
খ.ম.হারুনুর রশীদ ঢালী ,প্রতিনিধি ,কসবা(ব্রাহ্মণবাড়িয়া )॥ ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদরে অবস্থিত কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাধারণ অভিভাবক ও সংরক্ষিত মহিলা এবং সাধারণ শিক্ষক সদস্য পদের নির্বাচন ২৫ফেব্র“য়ারী বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা বিরামহীন ভাবে অনুষ্ঠিত হয়েছে।
মোট ৯ শত ৯৬ অভিভাবক ভোটার,সাধারণ শিক্ষক ১৯ভোটার নিয়ে মোট ১৫ প্রার্থীর মধ্যে ৭ শত ২৬ ভোট আদায়ের ভোটযোদ্ধে বিজয় হয়েছেন ৭ জন।
কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের সাধারণ অভিভাবক পদে-৮ জন,সংরক্ষিত মহিলা পদে-২জন,সাধারণ শিক্ষক সদস্য পদে-৫জন প্রার্থী অংশ গ্রহণ করেন।
৯ শত ৯৬ অভিভাবক ভোটার নিয়ে সাধারণ অভিভাবক পদে ৮জনের মধ্যে মাহফুজুল ইসলাম(মাছ) দ্বিতীয় বারের মত এবারও ৪৩০ ভোট পেয়ে প্রথম ,রুহুল আমিন(তালা চাবি) ৩৩৭ভোটে দ্বিতীয়,ইউনুছ মিয়া (আনারস) ৩১৮ভোটে তৃতীয় ও মোঃকুদ্দুছ(দোয়াত কলম) ২৫৯ভোটে ৪র্থ স্থান হয়েছেন।সংরক্ষিত মহিলা ২প্রার্থীর মধ্যে রাজিয়া বেগম(কলস) ৩৪৭ভোট আর সাধারণ শিক্ষক সদস্য পদে ৫জন প্রার্থীর মধ্যে খন্দকার রফিকুল ইসালাম ১০ভোট ও মোঃ নজরুল ইসলাম ১০ ভোট পেয়ে বিজয় হন।
কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম,কসবা থানা অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃমাঈন উদ্দিন ও কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী নির্বাচন কেন্দ্র পরিদর্শন করেন।
কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি নির্বাচন ২০১৫খ্রিঃ প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মাকছুদুর রহমান।