অবৈধ হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে কসবায় ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন:: আন্দোলনের ঘোষনা
খ.ম.হারুনুর রশীদ ঢালী, প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) :: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার অবৈধ হস্তক্ষেপ থেকে রক্ষা পেতে সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা গত১৮ জানুয়ারী শনিবার দুপুরে আয়েশা প্লাজার দ্বিতীয় তলায় সংবাদ সম্মেলন করেছেন। এ দিকে পুরাতন বাজারের নৈশপ্রহরীদের মাসিক বেতন আদায়ের সময় সুপারভাইজারকে মারধোর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে পৌরসভার মেয়র মুহাম্মদ ইলিয়াছ ও তাঁর লোকজনদের বিরুদ্ধে গত১৫ জানুয়ারী বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছে ব্যবসায়ী কল্যাণ সমিতি। সমিতির সভাপতি মো. আছাদুজ্জামান ওরফে ফুল মিয়ার সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক মো.জিয়াউল হুদা শিপন। সংবাদ সম্মেলনে বলেন; ১৯৭৩ সন হতে বাজারটিতে ব্যবসায়ী পরিচালনা কমিটির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তাসহ রাত জেগে পাহাড়ার ব্যবস্থা চালু রয়েছে। বর্তমানে কমিটিটি ব্যবসায়ী কল্যাণ সমিতি হিসাবে রপান্তরিত হয়েছে। এ সমিতির মাধ্যমে ব্যবসায়ীদের কাছ থেকে প্রতিমাসে রশিদ দিয়ে টাকা আদায় করে বাজার ব্যবসায়ীদের ঐক্যমতের ভিওিতে পাহাড়াদারদের মাসিক বেতন দেয়া হয়। পৌরসভার মেয়র গত বছরের ২০ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কাছে এ সমিতির কার্যক্রম বন্ধ করে পৌরসভার হাট বাজার ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে পরিচালনা করার অনুরোধ করে একটি আবেদন প্রেরণ করেন । পৌরসভার কর্মচারী আয়েশা খানমের নাম দিয়ে মেয়র মুহাম্মদ ইলিয়াছ ব্যবসায়ীদের টাকা না দিতে বাজারে মাইকিং করেন। এ কারনে দেড় মাস ধরে বেতন পাচ্ছে না বাজারের ১১ জন নৈশপ্রহরী। গত ১৫ জানুয়ারী বৃহস্পতিবার বিকালে ব্যবসায়ী কল্যাণ সমিতির সুপারভাইজার আবুল কালাম পাহাড়াদারদের বেতনের টাকা তুলতে গেলে মেয়রের লোকজন তাকে মারধোর করে ৯হাজার ৭শ ৫০ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় ওই দিন রাতে সমিতির সাধারণ সম্পাদক বাদী হয়ে মেয়রকে প্রধান আসামী করে পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গত বছরের ২৫ নভেম্বর কসবা পৌরসভা কর্তৃক পুরাতন বাজার কল্যান সমিতি ক্ষতিগ্রস্থ সহ জোর পূর্বক দখল করার অভিযোগ এনে সমিতির সভাপতি ফুল মিয়া মাষ্টার বাদী হয়ে একটি সাধারণ ডাইরী করেছেন।যাহার নং-৯৪৩। পুরাতন বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন বলেন; মেয়র বাজারটি তার নিয়ন্ত্রণে নেয়ার জন্য বিধি বহির্ভুত ভাবে হস্তক্ষেপ করছেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরিফুল ইসলাম ও মেয়রকে অবৈধ হস্তক্ষেপ করা থেকে বিরত থাকার কথা বলেছেন। সভাপতি ফুল মিয়া মাষ্টার বলেন; বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যবসায়ীদের স্বার্থে গঠন করা হয়েছে। পৌরসভা কতৃপক্ষ এ সমিতিতে অবৈধ হস্তক্ষেপ করলে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে আন্দোলন করবে। মেয়র মুহাম্মদ ইলিয়াছ বলেন; তিনি একমাস যাবত ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি বলেন; পৌরসভার কোন অবৈধ হস্তক্ষেপ করে নাই। বিষয়টি নিয়ে উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের রয়েছে। তিনি বলেন; ব্যবসায়ী সমিতির বাজার থেকে টাকা আদায় করার অধিকার নেই। বর্তমানে বাজার এলাকায় থম থম ভাব বিরাজ করছে। যে কোন সময় বড় ধরনের অঘটন ঘটতে পারে বলে বাজারের সচেতন মহল অভিমত প্রকাশ করেছেন। গতকাল সোমবার সকালে নৈশপ্রহরী আব্দু রহমান জানান তিন মাস যাবৎ বেতন পাচ্ছি না,তাই উপজেলা নির্বাহী অফিসারের নিকট আবেদন করে সুউওর না পেলে পাহাড়া বন্ধ করে দিয়ে জমি জমার কাজ করে ছেলেমেয়ে নিয়ে দুবেলা ভাত খেতে হবেতো।