কসবায় খাড়েরা সুফি ছদরিয়া খালেকিয়া এতিমখানা কমপ্লেক্সের ৫শত গাছ কেটে দিয়েছে দূর্বওরা
প্রতিনিধি কসবা(ব্রাহ্মণবাড়িয়া) খ.ম.হারুনুর রশীদ ঢালী:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা সুফি ছদরিয়া খালেকিয়া এতিমখানা কমপ্লেক্্েরর রোপিত বিভিন্ন প্রজাতের ৫(পাচ)শত চারা গাছ গত বৃহস্পতিবার গভীর রাতে দূর্বওরা কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এতিমখানার দায়িত্বরত সুপার মোঃ মোখলেছুর রহমান বলেন, এই প্রতিষ্ঠানটি আমার আব্বার। এতিমখানার প্রতিষ্ঠানের জাগায় লাগানো ৫শত বিভিন্ন প্রজাতের রোপিত গাছের চারা নিধন করার বিষয়টি অত্যান্ত দুঃখজনক। আমি এর প্রতিকার চাই।
প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক মোঃসফিকুল ইসলাম বলেন,উক্ত এতিমখানার জাগায় বিভিন্ন প্রজাতের ৫শত গাছের চারা রোপন করা হয়। গত বৃস্পতিবার গভীর রাতে দৃর্বওরা সমস্ত গাছের চারা কেটে ফেলে দিয়েছে।(১৬ জানুয়ারী) গতকাল শুক্রবার দুপুরে কসবা থানায় বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছি।
কসবা থানার উপ পুলিশ পরিদর্শক মোঃ মজিবুর রহমান অভিযোগের ভিওিতে সরেজমিনে গিয়ে গাছ কাটার প্রমাণ পেয়েছেন এবং তদন্তক্রমে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি এই প্রতিনিধিকে জানান।