Main Menu

কসবার বাযেকের মাদক ব্যবসায়ীর বসত ঘর থেকে ৪৩০পিচ ইয়াবা উদ্ধার # পিতা পুত্রের বিরুদ্ধে মামলা

+100%-

প্রতিনিধি কসবা (ব্রাহ্মণবাড়িয়া) খ.ম.হারুনুর রশীদ ঢালী :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির বায়েক গ্রামে গত বুধবার রাতে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে মাদক, ইয়াবা ব্যবসায়ী  নামে সুপরিচিত মোঃ নোয়াব মিয়া(৫০) ও পুত্র মোঃ জুয়েল মিয়া(২৫) এর বসত ঘরে মঈনপুর সীমান্ত ফাঁড়ি জোয়ানরা অভিযান চালিয়ে ৪৩০ পিচ ইয়াবা যাহার মূল্য ১লাখ ২৯হাজার টাকার মূল্য মাদক দ্রব্য উদ্ধার করে।
মালামাল উদ্ধার কালে মাদক ব্যবসায়ী পিতা-পুত্র সীমান্ত ফাঁড়ির জোয়ানদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বলে মঈনপুর সীমান্ত ফাঁড়ির কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন গতকাল বৃহস্পতিবার সকালে আমাদের এই প্রতিনিধিকে জানান। এই বিষয়ে কসবা থানায় পিতা মোঃ নোয়াব মিয়া(৫০),  পুত্র মোঃ জুয়েল মিয়া(২৫) সাং-বায়েক,কসবা,ব্রাহ্মণবাড়িয়ার নামে  ১৯৯০ ইং সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১)এর ৯(খ)/২৫ ধারা মামলা দায়ের করা হয়েছে। নোয়াব মিয়া ও তাঁর পুত্র জুয়েল এলাকার যুবসমাজকে ইয়াবা ট্যাবলেট সেবন করিয়ে  যুবসমাজকে ধবংস করে দিয়েছেন। তাঁদের বিরুদ্ধে মামলা হওয়ায় এলাকাবাসীর মাঝে  শান্তি  ফিরে এসেছে বলে বায়েকবাসী জানান।






Shares