Main Menu

ব্রাহ্মণবাড়িয়া কসবায় আইন না মেনে গাছ কাটার দরপত্র

+100%-

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা সদও টিআলী বাড়ি থেকে মইনপুর সীসান্ত ফাঁড়ি পর্যন্ত ডিসি রোড়ের দুই পাশের উপর বিভিন্ন প্রজাতির ২২৫টি বৃক্ষ গত ০৪-০৮-২০১৪ইং জেলা পরিষদের পক্ষ থেকে দরপত্রের মাধ্যমে নিলাম দেওয়া হয়েছে। গত বছর নিলাম দিলেও রাজস্বর কম হওয়ায় বৃক্ষগুলো দরপত্র দাতাকে দেওয়া হয়নি।
কসবা টি আলী বাড়ির মোড় থেকে নয়নপুর ডিসি রোডের দুই পাশে মোট ১২২৫টি বিভিন্ন প্রজাতির গাছ লাগানে আছে বলে বন অধিদপ্তর কসবা সূত্রে প্রকাশ। উল্লেখ্য যে; সরকারের এক প্রজ্ঞাপনে পরিবেশ ও ভারসাম্য রক্ষার্থে দরপত্র আহবান ও গাছ কাটার আগে গাছ রোপন করে গাছ কাটার নিয়ম থাকলেও এই আইনটি কেউ মানছে না।