আড়াইবাড়ী দরবার শলীফের গোলাম হাক্কানী (রা:) দোয়া মাহফিল
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার আড়াইবাড়ি দরবার শরীফের পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (রহ) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ২৫ ফের্রুয়ারি মঙ্গলবার বাদ আছর হতে সারা রাত ব্যাপি কসবা পুরাতন বাজার সুপার মাকের্ট প্রাঙ্গণে আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা আল্লামা অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর সভাপতিত্বে অনুষ্ঠিত হচ্ছে।
পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (রহ) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে প্রধান আলোচক আল্লামা সাইয়্যেদ কামাল উদ্দীন জাফরী,ঢাকা, আলোচক হিসেবে থাকবেন আল্লামা তারেক মুনাওয়ার। আল্লামা লুৎফুর রহমান,ঢাকা। কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক জিয়াউল হুদা শিপন কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদেরকে জানান বাজার কমিটি ও এলাকাবাসীর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হচ্ছে আড়াইবাড়ি দরবার শরীফের পীরে কামেল আল্লামা গোলাম হাক্কানী (রহ) এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। মাহফিলে শতশত নারী-পুরুষ অংশ গ্রহণ করেন। প্রতিবছরের ন্যায় এবারও মহিলাদের জন্য আলাদাভাবে বসার স্থান করেছেন মাহফিল ব্যবস্থাপনা কমিটি।