কসবায় দিগন্ত বাসে অগ্নি সংযোগ। জীবন বাঁচাতে গিয়ে ১০ যাত্রী আহত ১জন গ্রেফতার
খ.ম.হারুনুর রশীদ ঢালী-ব্রাহ্মণবাড়িয়া থেকে :ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লোক্্রর সামনে টি আলী বাড়ি মোড়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে যাত্রী নিয়ে কসবা নয়নপুর অভিমুখি একটি দিগন্ত বাস নং চট্রগ্রাম জ-২২২৫ অবরোধ কারীরা অগ্নিসংযোগ করে। ঘটনাটি আনুমানিক আজ সন্ধ্যা ৬টা ৪৫মিনিটের সময় অগ্নিসংযোগ করে। উপস্থিত লোকজন জানান আগুন লাগানোর পর বাসের যাত্রীরা জীবন বাচার জন্য দৌড় ঝাপ দিতে গিয়ে ১০ জন আহত হয়েেেছ বলে জানান যায়। আহত হওয়ার ঘটনাটি পুলিশ স্বীকার করে নাই। ঘটনাস্থল থেকে সোহেল নামে একজনকে গ্রেফতার করেছে বলে কসবা থানা অফিসাÍ ইনচার্জ (তদন্ত )মফিজ উদ্দিন ভুইয়া জানান। পরিশেষে ফায়ার সার্ভিস এসে আগুন নিবাইতে সম হয়। আহতদের নামজানা সম্ভব হয়নি। |
« সরাইলে অবরোধ, ককটেল বিস্ফোরণ ও যানবাহন ভাঙচুর (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নাসিরনগরে হেফাজতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ »