প্রতিনিধি : ব্রাহ্মণবড়িয়ার কসবা উপজেলায় কসবা গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের এক জরুরী সভায় আবারো গ্যাসের দাবীতে কঠিন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সোমবার কমিটির আহ্বায়ক উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন ভুইয়া বকুলের সভাপতিত্বে জরুরী বৈঠকে আগামী বৃহস্পতিবার (৬ জুন) সকাল ১০টায় ৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধনেরও সিদ্ধান্ত নেয়া হয়। মানববন্ধন কর্মসূচী শেষে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে। বৈঠকে বর্তমান পরিস্থিতি ও সংশ্লীষ্ট মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদের সদস্য সচিব মনিরুল হক মনির, কসবা প্রেসক্লাব সভাপতি মো. সোলেমান খান, যুবলীগ সাধারণ সম্পদক আবু জাহের, অলিউল ইসলাম আবুল, কসবা পুরাতন বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন, জাপা নেতা তপন কুমার ভৌমিক প্রমুখ। উল্লেখ্য ২০১১সালে মন্ত্রণালয়ে আন্দোলন কমিটির সাথে বৈঠকে সরকার গ্যাস দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আন্দোলন রহিত করে। ইতোমধ্যে এলাকা সার্ভে করে সংযোগের জন্য প্রস্তাব মন্ত্রণালয়ে দেয়া হলেও তা এখনো চুড়ান্ত অনুমোদন দেয়া হয়নি। ফলে এলাকার জনগন আবারো ফুঁসে ওঠেছে। এতে গ্যাস সংযোগ বাস্তবায়ন পরিষদ আবারো আন্দোলনে নামছে বলে কমিটির সদস্য সচিব মনিরুল হক মনির জানান। কমিটির যুগ্ম আহ্বায়ক অলিউল ইসলাম আবুল বলেন, এবারের আন্দোলন হবে অন্য যে কোন আন্দোলনের চেয়ে কঠিন ও মারাত্মক। |