![](../images/stories/kas%205-5-13.jpg) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কুটি ইউপির আতকাপাড়া গ্রামে পরকীয়া প্রেমের বলি হয়েছে এক হতভাগ্য স্বামী। নিহত মো.জাহাঙ্গীর মিয়া(৩৫) ওই গ্রামের জুলফু মিয়ার ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, দুই সন্তানের জনক জাহাঙ্গীরের স্ত্রী নূরুন্নাহার বেগম রুনা দীর্ঘ দিন ধরে পাশের বাড়ির মৃত উলফুত আলীর পুত্র শামীম নামে এক যুবকের সাথে পরকীয়া সম্পর্কে লিপ্ত। নিহতের মা ও বোন অভিযোগ করে জানান, শামীম ও রুনা পরিকল্পিত ভাবে শনিবার গভীর রাতে বাড়ীর পশ্চিম দিকে পুকুর পাড়ের গাছে জাহাঙ্গীরকে নিয়ে গলায় রশি পেচিয়ে শ্বাসরদ্ধ করে খুন করে। পরে বাড়ির লোকজন টের পেয়ে দুই জনকে আটক করে কসবা থানায় পুলিশকে সংবাদ দেয়।
কসবা থানার অফিসার ইনচার্জ মো.বদরুল আলম তালুকদার জানান, খবর পেয়ে রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে, ময়নাতদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছে। শামীম মিয়া ও নুরনাহা বেগম রুনাকে গ্রেফতার করা হয়েছে। |