মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে কসবায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
![+](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/plus.png)
![100%](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/100.png)
![-](http://brahmanbaria24.com/wp-content/plugins/zoom-widget/elements/images/1/minus.png)
প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ হাবিব উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার অ্যাডভোকেট এ.কে.এম আজিজুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোহাম্মদ তাইবুর রহমান, কায়েমপুর ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সরকার, কসবা প্রেসকাব সাধারন সম্পাদক নেপাল চন্দ্র সাহা, উপজেলা যুবলীগ সভাপতি এম.জি হাক্কানী ও আড়াইবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক মোঃ নজরুল ইসলাম মিদুল। সভায় দিবসটি পালনে বিস্তারিত কর্মসূচী গ্রহণ করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ১২:০১মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, শিশুদের চিত্রাংকন, মাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরষ্কার বিতরণী অনুষ্ঠান ও মসজিদ-মন্দিরে বিশেষ প্রার্থনা। |
« নবীনগরে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে প্রদীপ প্রজ্জলন,কাদের মোল্লার কুশপুত্তলিকা দাহ (পূর্বের সংবাদ)