কসবা সীমান্তে বিজিবির নতুন বিওপি স্থাপন



ব্রাহ্মণবাড়িয়ার কসবার বায়েক ইউনিয়নে আরও একটি বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) স্থাপন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৬০ বিজিবি সুলতানপুরের অধীনে স্থাপিত এটির নাম ‘খাদলা বিওপি’।
বুধবার (১২ মার্চ) বিকেলে এর উদ্বোধন করেন সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির।
বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রেজাউল কবির জানিয়েছেন, কসবা সীমান্তপথে এপার-ওপার অবৈধ অনুপ্রবেশ, সব ধরনের চোরাচালানসহ অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধে এ সীমান্তের নিরাপত্তা জোরদার করার জন্যই স্থাপন করা হয়েছে এ বিওপি। উদ্বোধনের পরপরই এর কার্যক্রম শুরু হয়েছে পুরোদমে। খাদলা বিওপির জওয়ানরা সর্বদা সতর্কাবস্থায় থাকবে।
এ সময় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমানসহ আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মতিউর রহমান।
« ব্রাহ্মণবাড়িয়ায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সফল করতে সংবাদ সম্মেলন (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে দিনদুপুরে দুই লক্ষ টাকা চুরি, একজন আটক »