কসবা উপজেলা প্রেসক্লাবের সা়ংগঠনিক সম্পাদক সজল আহমেদ খানের আম্মা কাজী মারুফা বেগম আর নেই




তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এমপি সহ কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী শোক প্রকাশ করেছেন। তার মৃত্যুতে
দেবগ্রাম গ্রামে শোকের ছায়া নেমে আসে।
কাজী মারুফা বেগম দেবগ্রাম গ্রামের মরহুম জামশেদ আহমদ খানের স্ত্রী,কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার কসবা প্রতিনিধি মোঃ সজল আহমেদ খানের মাতা। তিনি মৃত্যুকালে ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বুধবার বাদ মাগরিব দেবগ্রাম কেন্দ্রীয় মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমার মরদেহ দাফন করা হয়। এ ছাড়াও মরহুমা কসবা আখাউড়া টেলিভিশন সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক বাদল আহাম্মেদ খানের মাতা।
« আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে (পূর্বের সংবাদ)