কসবা উপজেলার জনগণকে লকডাউনে কার্যকর করতে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন,পুলিশ,জনপ্রতিনিধি
কসবা প্রতিনিধি:: সরকার আজ ১লা জুলাই ভোর ৬টা ৭ জুলাই রাত ১২টা পর্যন্ত কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এই নির্দেশনাকে বাস্তবায়নের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন জনগণকে সচেতন করতে আজ সকাল থেকে মাঠে নেমেছেন। উপজেলা সদর পুরাতন বাজার, কদমতুলি,কুটি বাজারা , বায়েক নয়নপুর বাজার , গোপীনাথপুর বাজার, চারগাছ বাজার সহ প্রতিটি ইউনিয়ন,হাট বাজার গুলোতে টহল জোরদার করেছেন।
লকডাউনকে বাস্তবায়নসহ জনগণকে নিরাপওার চাদরে ঢাকতে দেখা গেছে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন, সহকারী কমিশনার ভূমি হাছিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়া পুলিশ ফোর্স নিয়ে পৃথক পৃথক ভাবে টহল পরিচালনা করেন। কসবা সদরসহ পুরাতন বাজারে বিভিন্ন স্থানে পৃথক পৃথক ভাবে মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। স্বাস্থ্যবিধি অমান্য করায় এক মোটর বাইক চালককে জরিমানা করা হয়। উপজেলা প্রশাসন টহলকালের সকল শপিংমল,মার্কেট,পর্যটন কেন্দ্র,রিসোর্ট,কমিউনিটি সেন্টার ও বিনোদন গুলো বন্ধ রাখতে স্ব স্ব এলাকায় কঠোর বিধিনিষেধ আরোপ করেন।