Main Menu

কসবায় বিদ্যুৎ তারে জড়িয়ে এক শ্রমিক নিহত

+100%-

shortকসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পুরাতন বাজার সদর পাড়ায় ৫এপ্রিল ২০১৬ইং দুপুরে এক বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎ তার জড়িয়ে আমজাদ খান (২৫) নামে এক দিন মজুর ঘটনা স্থলে নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। এ সময় বাড়ির মালিক শিবু সাহা বাড়িতে ছিলেন না।

নিহত আমজাদ মিয়ার বাড়ি কসবা পৌর এলাকার হাকর গ্রামে।
এই দিকে নিহত আমজাদকে এক নজর দেখার জন্য হাকর গ্রামে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেন,ইব্রাহিম প্রমুখরা ছুটে যান। নিহতর স্ত্রী, মা, বাবাকে শান্তনা দিয়ে সমবেদনা জ্ঞাপন করেন। এই অপ্রত্যাশিত দূটনায় নিহতের পরিবারেরকে ধৈর্য্য ধারণ করাসহ মহান আল্লাহর কাছে নিহত আত্বার শান্তি কামনা করেন। এবং নিহত অসহায় দরিদ্র পরিবারটির জন্য ব্যক্তিগত তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। নিহত আমজাদ খানকে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় বলে গ্রামবাসী জানান।






0
0Shares