কসবায় দুধর্ষ ডাকাতি:: নগদ টাকা স্বর্ণ অলংকার মোবাইল লুটে
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউপির মইনপুর গ্রামে ১১ জানুয়ারী সোমবার দিবাগত রাত ৩ টায় খন্দকার রফিকুল ইসলাম জামাল (সাবেক মেম্বার) সহ এক বাড়িতে তিনটি ঘরে ডাকাতরা হানা দেয়। ঘরের দরজা ও লৌহার গেইট ভেঙ্গে সংঘবদ্ধ ডাকাতদলরা বাড়ির মালিকদেরকে হাত পা বেঁধে নগদ টাকা, স্বর্ণ, কম্বল,মোবাইল প্রায় কয়েক লক্ষাধিক টাকার মালামাল নিয়ে চমপট দেওয়ার সংবাদ পাওয়া যায়। এই দিকে খন্দকার রফিকুল ইসলাম জামাল (সাবেক মেম্বার) বাড়িতে প্রবেশ করে তাকে একটি রুমে বেধে রেখে ঘরে থাকা নগদ ১লাখ ৩০ হাজার টাকা, ৬ বড়ি স্বর্ণ অলংকার,কম্বল,বিছানার চাদর, ৩টি মোবাইল ও খন্দকার হেলাল উদ্দিনের ঘরের সাড়ে ৩ বড়ি স্বর্ণ,নগদ ২৫ হাজার টাকা,২টি মোবাইল এবং খন্দকার মহসিনের ঘর থেকে ৪ বড়ি স্বর্ণ,৪০ হাজার টাকা সহ কাপড় চোপুড় লুট করে নেয় ডাকাতরা।
অপর দিকে খন্দকার ফয়েজুল্লাহর ঘরের দরজা ভেংগে ভিতরে প্রবেশের চেষ্টা করে ডাকাতরা ব্যর্থ হওয়ায় ফয়েজ খন্দকার রক্ষা পান। এই বিষয়ে প্রতিবেদক জানতে চাইলে কসবা থানা অফিসার ইনর্চাজ মোহাম্মদ মহিউদ্দিন ১২ জানুয়ারী মঙ্গলবার সকালে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থল পরির্দশন করেন বলে জানান। এই সময় কায়েমপুর ইউপি চেয়ারম্যান সহ এলাকার লোকজন উপস্থিত ছিলেন। কসবা থানার ওসি ঘটনার সততা স্বীকার করেছেন। অপর দিকে কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আমজাদ হোসেন সরকার জানান মইনপুর খন্দকার বাড়িতে একই রাতে তিন ঘরে ডাকাতির ঘটনা সততা স্বীকার করেছেন। গত ৫ জানুয়ারী দিবাগত রাতে কসবা পৌর সভা তালতলা ডিসি সড়কের ব্রীজের নিকট দুধর্ষ ডাকাতের কবলে পড়ে একজন মোটর বাইক,মোবাইলসেট সহ নগদ অর্থ খোয়ায়।