কসবায় ডাকাতিকালে ৫ ডাকাত আটক
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নোয়াপাড়া গ্রামে এক বাড়িতে ডাকাতি কালে গ্রামবাসী ৫ ডাকাতকে আটক করে পুলিশে সোর্পদ করার সংবাদ পাওয়া গেছে।
বৃহম্পতিবার দিবাগত রাত্রি একটা ১০ মিনিটে কসবা পৌরসভাধীন নোয়াপাড়া গ্রামের রবিউল্লার বাড়িতে একদল ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করিয়া বাড়ির লোকজনের হাত পা বেধে ফেলে। বাড়ির লেঅকজনকে হাত,পা বেঁধে ফেলে ষ্টীলের আলমারী,সুইকেস ভেঙ্গে ডাকাতরা স্বর্ণ-লংকার নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক জানান প্রায় ১০ বড়ি স্বর্ণ,নগদ ৮/৯ লাখ টাকা,বিদেশী ৫টা মোবাইলসহ ১৪/১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী ডাকাতদের তাড়া করে। ১২ জন ডাকাত দলের মধ্যে ৫ ডাকাতকে জনতা আটক করে পুলিশে সোর্পদ করেন। আটকরা হলেন-একলাছ (৩৫) পিতা-শরবত আলী, আ:হাশেম (৪৫) পিতা-মৃত্যু আ: কাদের,মো:ইয়াকুব আলী (২০) পিতা-এখলাছ উদ্দিন,আইয়ুবুল ইসলাম (৩০) পিতা- আ:কুদ্দুছ সর্ব সাং বুজির কান্দি,ময়মনসিংহ। অপর জন কসবা উপজেলা বিনাউটি ইউপির গাভবাড়ি গ্রামের ইয়াকুব মিয়ার পুত্র মো: রবিউল্লা (২০)। অন্য ডাকাতরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে এলাকাবাসী জানান।
কসবা থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন শুক্রবার সকালে ঘটনা সততা স্বীকার করেছেন। বাড়ির মালিক রবিউল্লা পিতা নুরুল ইসলাম কসবা থানায় ৫ ডাকাতসহ গং করে একটি অভিযোগ দায়ের করে। ইদানিং কসবায় ডাকাতের উপদ্রব্য বৃদ্ধি পাওয়ায় প্রতিটি গ্রাম ডাকাত আতস্ক ভুগছে।