কসবায় আন্ত:জেলা ডাকাত দলের সদস্য ও কুখ্যাত মাদক পাচাকারী ইউসুফ আলী গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা কায়েমপুর ইউনিয়নের রাউৎখলা গ্রামের কুখ্যাত মাদক পাচারকারী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মো:ইউসুফ আলী (২৫)কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার দিবাগত রাতে কসবা থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেকের নির্দেশে এস আই ফারুক আহাম্মেদ পুলিশ ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে স্ব গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতার কৃত ব্যক্তির কথামতে তার বসত বাড়ি অভিযান চালিয়ে তিনটি বড় রাম দা উদ্ধার করে পুলিশ।
কসবা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো:আসাদুল ইসলাম জানান; ইউসুফ আলী একজন মাদক পাচারকারী ও আন্ত:জেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত ইউসুফ আলী রাউৎখলা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র। বুধবার সকালে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেন।
« কসবা থানা জলসেচ ভবনটি এখন মরণ ফাঁদ হয়ে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে ! (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) মনোনয়ন জমা দিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫এর সাংসদ ফয়জুর রহমান বাদল »