Main Menu

কসবায় তালতলা সুন্নাহর আলো সংগঠন এর উদ্যোগে ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত

+100%-

রুবেল আহমেদ ॥ কসবায় তালতলা সুন্নাহর আলো সংগঠন এর উদ্যোগে ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগিতা ২০২৫ আয়োজন করা হয়েছে। শনিবার সকালে কসবা পৌরসভার তালতলা আল হেরা ইসলামিয়া দাখিল মাদরাসায় এই প্রতিযোগিতার পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০ টা থেকে ২ পর্বে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতায় উপজেলার ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ১০ম শ্রেনী পর্যন্ত ৪শ ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে। ফলাফলের ভিত্তিতে সকল প্রতিযোগিদের মধ্য থেকে ১ থেকে ২০ পর্যন্ত সুন্নাহর আলো সংগঠনের পক্ষ থেকে ২০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হবে ।
ফলাফলের ভিত্তিতে প্রথম স্থান অধিকারী পাবেন ১৫ হাজার টাকা, ২য় স্থান অধিকারী পাবেন ১০ হাজার টাকা ও ৩য় স্থান অধিকারী পাবেন ৫ হাজার টাকা। এছাড়া বাকী ১৭ জন ক্রমান্বয়ে সমাননা পুরস্কার পাবেন। আগামী ১২ জানুয়ারি তালতলা কেন্দ্রিয় মসজিদ মাঠে আয়োজক সংগঠন তালতলা সুন্নাহর আলো সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হবে হিফজুল কোরআন প্রতিযোগিতা। ওই হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারাদেশ থেকে হাফেজগন অংশগ্রহন করে থাকেন। ১২ জানুয়ারি শনিবার হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ী ২০ জন ও ইসলামী সাধারন জ্ঞান প্রতিযোগিতায় বিজয়ী ২০ জনকে পুরস্কার প্রদান করা হবে।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, কয়েক বছর যাবত অনুষ্ঠিত হয়ে আসছে হিফজুল কোরআন প্রতিযোগিতা। সেই প্রতিযোগিতায়ও ২০ জনকে পুরস্কৃত করা হয়ে থাকে। সংগঠনের পক্ষ থেকে ১ম বিজয়ীকে ৩০ হাজার, ২য় বিজয়ীকে ২০ হাজার ও ৩য় বিজয়ীকে ১০ হাজার সহ অন্যদের সম্মাননা প্রদান করা হয়। এ ছাড়াও ১৩ জানুয়ারি সংগঠনের পক্ষ থেকে মাহফিল আয়োজন করা হয়েছে। মাহফিলে উপস্থিত থাকবেন ঢাকা আস্ সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান দেশ বরেণ্য আলেমে দ্বীন আল্লামা শায়েখ আহমাদুল্লাহ। এছাড়াও দেশের খ্যাতনামা আলেম উলামাগন উপস্থিত থাকবেন।
তালতলা সুন্নাহর আলো সংগঠনের পরিচালক মনিরুল ইসলাম জানান, তালতলা সুন্নাহর আলো সংগঠনটি একটি ইসলামিক ও শিক্ষামুলক সামাজিক সংগঠন। সমাজ ও শিক্ষার্থীদের মাঝে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান ছড়িয়ে দেয়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে। প্রত্যন্ত এলাকার একটি সংগঠন হয়েও সংগঠনের সকল সদস্যগন এলাকার গুণিজনদের নিয়ে সারা দেশের হাফেজগনের অংশগ্রহনে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করে যাচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে ইসলামের জ্ঞান ছড়িয়ে দিতে ইসলামী সাধারন জ্ঞানের প্রতিযোতিার আয়োজন করছে। ভবিষ্যতে এই আয়োজন জেলা ও দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহনের সুযোগ করে দেয়া হবে। এজন্য তিনি সকল মহলের সহযোগিতা কামনা করেন। সংগঠনের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষা গ্রহনের পাশাপাশি ধর্মীয় শিক্ষাটাও তাদের জ্ঞানের ভান্ডারে পরিপুর্ণ রাখুক।






Shares