Main Menu

সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষাসহ চোরচালান প্রতিরোধে সকলের সহযোগিতা চাই- লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান

+100%-

kasba- bjp-news-14-03-2016 (1)
কসবা প্রতিনিধি : ১২ বিজিবি’র নবাগত অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান বলেছেন , সীমান্ত এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা সহ চোরচালান প্রতিরোধে সম্মিলিত ভ’মিকা প্রত্যাাশা করি। তিনি বলেন , ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক চোরাচালন পূর্বের চেয়ে কমেছে, সকল প্রকার চোরাচালান রোধে বিজিবি সদস্যরা অর্পিত দায়িত্ব যথাযথ পালন করছে। তিনি চোরাচালান নির্মূলে সাংবাদিক সহ সকলকে ভ’মিকা রাখার আহবান জানান। ১৪ মার্চ সোমবার কসবা সীমান্ত ফাঁড়ির সৌজন্য সাক্ষাত করতে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ আহবান জানান। এসময়ে কসবা উপজেলা প্রেস ক্লাব সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাবের সহ সভাপতি নেপাল চন্দ্র সাহা,সাংবাদিক শাহ আলম,ভজন শংকর আর্চায,রুবেল ও খোকন তাজ শুভু উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতকালে কসবা উপজেলঅ প্রেস ক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী বলেন চোরাচালান প্রতিরোধে লেখনীর মাধ্যমে কসবার সাংবাদিকরা সবসময়ই বলিষ্ট ভূমিকা রাখছে এবং সবসময়ই রাখবে।






Shares