কসবা উপজেলা প্রেসক্লাব ও টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা
সাংবাদিক রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তি সহ মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন
কসবা প্রতিনিধি:: প্রথম আলোর জৈষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলা দেওয়ার প্রতিবাদসহ নি:শর্ত মুক্তি এবং মামলা প্রত্যাহারের দাবীতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রেসক্লাব মানববন্ধনের আয়োজন করেন। আজ ২০ মে সকালে কসবা পৌর মুক্তমঞ্চ চত্বর এলাকায় কসবা উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও মোহনা টিভির প্রতিনিধি খ.ম.হারুনুর রশীদ ঢালীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবি বীর মুক্তিযোদ্ধা ডক্টর এড মো: ইদ্রিছ ভুইয়া,কসবা থানা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ্আলম,কসবা মহিলা কলেজের অধ্যক্ষ তসলিম মিয়া,বঙ্গ টিভি ঢাকা স্টাফ রিপোর্টার কামাল হোসেন জনি, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম মোল্লা ও সহ সভাপতি জানে আলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জিটিভির কসবা প্রতিনিধি মোবারক হোসেন চৌধুরী নাছির, উপজেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক মানব জমিনের কসবা প্রতিনিধি সজল আহাম্মেদ খান ও সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল হক জালাল, উপজেলা প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও বঙ্গ টিভির কসবা প্রতিনিধি এস এম নাছির উদ্দিন খান, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিক টিভির কসবা প্রতিনিধি রাসেল মিয়া, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও চ্যানেল এস কসবা প্রতিনিধি নাজমুল হক,সাংবাদিক তবিবুর রহমান জীবন, উপজেলা প্রেসক্লাবের মহিলা বিষয়ক সম্পাদক ও জব্স টিভির কসবা প্রতিনিধি ফারজানা রশীদ ঢালী, উপজেলা প্রেসক্লাবের সদস্য ও সিএনএন বাংলা টিভির কসবা প্রতিনিধি জুলেখা আক্তার,উপজেলা প্রেসক্লাব সদস্য কুমিল্লা টুয়ান্টিফোর টিভি জেলা ও ব্রাহ্মণবাড়িয়া টিভির কসবা প্রতিনিধি বায়েজিদ পাঠান ঢালী,চ্যানেল টুয়ান্টি সিক্্র টিভির কসবা প্রতিনিধি আকলিমা রশীদ ঢালী,পাক্ষিক অপরাধ পত্র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান,মোহনা টিভি আখাউড়া প্রতিনিধি মোশারফ হোসেন কবীর,বঙ্গ টিভির আখাউড়া প্রতিনিধি রুবেল মিয়াসহ কর্মরত সাংবাদিক,মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশগ্রহণ সহ প্রমুখ বক্তব্য রাখেন।
মানববন্ধনে বক্তারা দেশের প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর কাছে রোজিনা ইসলামকে নি:শর্ত মুক্তিসহ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানান।