কসবা থানায় নবাগত ওসি মো: লোকমান হােসেন যোগদান
“পুলিশের পোষাককে ভালোবাসতে পারলে ভালো পুলিশ হওয়া যায়”- ওসি লোকমান হোসেন
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার জেলার কসবা থানায় অফিসার ইনচার্জ হিসেবে মো:লোকমান হোসেন রোববার দুপুরে দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি য়োগদানের সাথে সাথে কসবা থানা সহ পুলিশ অফিসার বৃন্দ নবাগত ওসিকে ফুল দিয়ে শুভেচ্ছাসহ অভিনন্দন জানান। এই সময় কসবা থানার তদন্ত মো: আসাদুল ইসলাম,এস আই কামাল,এস আই ফারুক হোসেন,এস আই মাসুদ পারভেজ,এ এস আই মেখলেছ প্রমুখ সহ কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম, হারুনুর রশীদ ঢালী উপস্থিত ছিলেন।
কসবা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নবাগত ওসি মো:লোকমান হোসেন বলেন, পুলিশ জনগণের বন্ধু হিসেবে কাজ করেন। পুলিশের সেবার মাধ্যমে জনগণের প্রকৃত বন্ধু হতে হবে। পুলিশের পোষাককে ভালোবাসতে পারলেই ভালো পুলিশ হওয়া যায় বলে তিনি অভিমত প্রকাশ করেন। পরিশেষে সকলের সহযোগিতা নিয়ে মাদক, সস্ত্রাস, ডাকাতি, ছিনতাই, অপরাধ মুক্ত করে কসবাকে একটি মডেল থানা গড়ার অঙ্গিকার করেন। কসবায় যোগদানের আগে তিনি লক্ষীপুর থানায় কর্মরত ছিলেন।
« সরাইলে সার ও বীজ বিতরণ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) নবীনগরে বিদ্যুৎপৃষ্টে বিদ্যুৎ মিস্ত্রির মৃত্যু »