Main Menu

কসবা রেলওয়ে স্টেশনে জাল টিকেট বিক্রিকালে আটককৃত যুবকেরপলায়ন,থানায় মামলা

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবা রেলওয়ে স্টেশনে জাল টিকেট সহ এক যুবক আটক অবশেষে পলায়ন,থানায় মামলা দায়ের হওয়ার সংবাদ পাওয়া যায়।

প্রকাশ গত ২৫ আগস্ট কসবা রেলওয়ে স্টেশনে ঢকা গামী ৭১১নং আপ উপকুল ট্রেন আসার পূর্বে কসবা নেমতাবাত গ্রামের রায়হান মুন্সী নামে এক যুবককে জাল ১৫ টিকেটসহ হাতে নাতে আটক করে স্টেশন মাস্টারসহ যাত্রীদের সহযোগিতায়। উক্ত স্টেশন মাস্টারর রুমেরর পাশে টয়লেটে যুবককে তালাবদ্ধ করে রাখার কিছুক্ষণ পর ছাদের সিলিং ভাঙ্গিয়া পালাইয়া যায় বলে স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুরী সাংবাদিকদেরকে জানান। তিনি আরও জানান; পলাতক রায়হান ১টি মোবাইল সেট,৪টি মোবাইল সিম,১টি মোবাইল মেমোরি ফেলে যান।
আজ বৃহম্পতিবার সকালে  কসবা স্টেশন মাস্টার আব্দুল মান্নান চৌধুলী বাদী হয়ে আখাউড়া রেলওয়ে থানায় লিখিত  অভিযোগ দায়ের করেন বলে জানান।
টিকেট জালায়িতির আটককৃত রায়হান পলাতকের ঘটনাটি তুলকালাম ভূতের কান্ড বলে সচেতন মহল জানান।
অপর দিকে স্থানীয় সাংবাদিকরা স্টেশন মাস্টারকে আটককৃত রায়হানের ব্যাপারে কোনো প্রকার প্রভাব বিস্তার করেননি বলে আব্দুল মান্নান তাও জানান।
কসবা রেলওয়ে স্টেশনে দীর্ঘ দিন ধরে টিকেট কালোবাজারীসহ জাল জালিয়াতি হয়ে আসছে বলে স্টেশন মাস্টার মান্নান জানান।
অপর দিকে বিগত দিনে কসবা স্টেশনে কয়েকবার অবস্থানরত আলোচিত সমালোচিত সহকারী মাস্টার জসীম উদ্দিন স্টেশনের টিকেট বিক্রি সহ নানাহ অনিয়মের সাথে জড়িত বলে এলাকার সচেতন মহল অভিমত প্রকাশ করেন। উক্ত ঘটনাটিকে অন্য দিকে প্রবাহিত করার জন্য একটি মহল ব্যাপক তৎপরতা অব্যাহত রাখছেন বলে সচেতনমহল জানান।





Shares