Main Menu

কসবা পৌরসভা ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণ শুরু করেছে

+100%-

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভা আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গরীব দু:স্হ অসহায় নারী পুরুষের মাঝে ভিজিএফ চাউল  বিতরণ করা হয়।

প্রায় ৪৪মেট্রিক টন এবছর কসবা পৌরসভার ৯টি ওর্য়াডের গরীব অসহায় মানুষের জন্য এই চাউল করা হচ্ছে। বুধবার সকাল থেকে বিনামূল্যে চাউল বিতরণ করেন কসবা পৌরসভা।
এই সময় কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,পৌর সচিব আয়েশা আক্তার,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,হিসাব রক্ষ্যক বশীর চৌধুরী,পৌর কাউন্সিলর জসীম উদ্দিন,হেলাল সরকার,রগুু মিয়া প্রমুখ উপস্হিত ছিলেন।
পৌরসভার ৯টি ওর্যাডের প্রতিটি নারী পুরুষের মাঝে ১৫ কেজি করে চাউল বিতারণ করা শুরু করেছেন।





0Shares