কসবায় মাসিক সভায়-উপজেলা চেয়ারম্যান “এক ইঞ্চিও গাঁজা, মদ আসবে না”
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসওেনর উদ্যোগে আয়োজিত মাসিক সভা অনুষ্ঠিত হয়।
আজ সোমবার বিকালে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে আইনশৃঙাখলা ও চোরাচালান মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন।
এই সময় কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,কসবা থানা পরির্দশক তদন্ত আসাদুল ইসলাম,কসবা থানা কমিউনিটি পুলিশিং কমিনিটির সভাপতি সফিকুল ইসলাম ভ’ইয়া রগুু,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী প্রমুখ বক্তব্য রাখেন।
এয়াড়াও উপজেলা ১০টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান,সরকারি কর্মর্কতা,বিজিবি সদস্য,মুক্তিযোদ্ধা,শিক্ষক,ভিডিপি সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি এডভোকেট রাশেদুল কাওয়ার ভূইয়া জীবন বলেন,আজ থেকে সীমান্ত দিয়ে এক ইঞ্চিও গাঁজা,মদ আসতে পারবে না। যদি আসে তা হলে পুলিশ ও বর্ডার গার্ড সদস্যদের জবাবদিহী করতে হবে।