কসবায় ভ্রাম্যমান আদালত তিনজনকে জরিমানা সহ মাস্ক বিতরণ
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া কসবায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে ৩জনকে জরিমানাসহ মাস্ক বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা পুরাতন বাজারে করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় এক ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত দোকানী,পথযাত্রী,মোটযানসহ ৩জনকে ১৫শত টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেষ্ট্র মাসুদ উল আলম।
এই সময় কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভুইয়া, থানা পুলিশ পরিদর্শক তদন্ত কর্মকর্তা জাকির হোসাইন এবং কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী উপস্থিত ছিলেন। যৌথ অভিযান পরিচালনা শেষে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ও কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভুইয়া বলেন,করোনা দ্বিতয় ঢেউকে মোকাবেলা করতে হলে সকলকে স্বাস্থ্যবিধি মেনে সচেতন হতে হবে এবং মাস্কসহ হ্যালমেট পড়ে মোটর যান চালানোর জন্য অনুরোধ করেন। একই সাথে কসবা মহিলা বিশ^ বিদ্যালয় কলেজ মাঠে রমজানে ন্যায মূল্যে টিসিবির পন্য বিক্রয় পরিদর্শন করেন।