Main Menu

কসবায় প্রধানমন্ত্রীর ঘর পেয়ে উচ্ছ্বাস আর দিন কাটচ্ছে আনন্দে উপকারভোগীরা

+100%-

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউপির মাদলা ও খাদলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোয় বাস করেন উৎফুল্ল উপকারভোগীরা। তারা এ ঘরগুলোকে “স্বপ্নের ঘর” আখ্যায়িত করেছেন। তাদের মতে ভিটাবাড়ি শূন্য মানুষের জন্য বিষয়টি স্বপ্নের মতো। কসবা উপজেলার তালিকাভুক্ত ১০৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করা হয়। আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্বাচনী এলাকা কসবা উপজেলার বায়েকসহ বিভিন্ন ইউনিয়নে ঘর নিমার্ণের জন্য বরাদ্দকৃত স্থান নির্ধারণে বেশ রুচির পরিচয় দিয়েছেন সংশ্লিষ্টরা। সবুজ পাহাড়ের পাদদেশে সড়কের পাশ ঘেরা এসব বসবাস করে উপকারভোগীরা উদ্বেলিত ও উচ্ছ্বসিত। আনন্দে দিন কাটাচ্ছেন সবাই। কেউ কেউ আঙিনায় লাগিয়েছেন ফুল ও ফলের গাছ। প্

রতিনিয়ত তাদের খোঁজখবর নিচ্ছেন আইনমন্ত্রী আনিসুল হক এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন,কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন ও সহকারী কমিশনার ভূমি হাসিবা খান।কসবা কসবা উপজেলঅ প্রেসক্লাব সভাপতি খ .ম. হারুনুর রশীদ ঢালী প্রধানরমন্ত্রীর ঘর পাওয়া এলাকায় গিয়ে করোনা মহামারি মোকাবেলা থেকে সচেতন করতে তাদের মাঝে মাস্ক বিতরণ করেন।






Shares