Main Menu

কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

+100%-

শনিবার ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। বিকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার ইমামবাড়ি দক্ষিণ আউটার এলাকার রেললাইন থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।

আখাউড়া রেলওয়ে পুলিশ জানায়, শনিবার বিকালে একটি মালবাহী কন্টেইনার ট্রেনে চট্টগ্রাম যাচ্ছিল। কসবার ইমামবাড়ি দক্ষিণ আউটার রেললাইন পার হতে গিয়ে ওই ট্রেনের ধাক্কা খেয়ে লাইনের ওপর এক অজ্ঞাত ব্যক্তি পড়ে যায়। এ সময় ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

আখাউড়া রেলওয়ে থানার ওসি শ্যামল কান্তি দাস জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করেছে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।