Main Menu

কসবায় টাইগার ওয়েলফেয়ারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান: সুবিধাবঞ্চিতদের মাঝে গাভী ও মেধাবী ছাত্রদেরকে ক্রেষ্ট নগদ অর্থ প্রদান

+100%-

কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান গোপীনাথপুর উওর পাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ কোরআনে হাফেজ ও ৭ মেধা বৃওি ছাত্রকে নগদ অর্থ,ক্রেষ্ট, ৬জন সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষকে গাভীসহ নগদ অর্থ প্রদানসহ গাছের চারা বিতরণ করা হয়।

গোপীনাথপুর টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো:শাহ আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাছির ভুইয়া।এতে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনার ফারুক মোল্লা, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,শামছুজ্জামান ভুইয়া জামান,লতিফ ভুইয়া,ইদ্রিছ খন্দকার,মো:জিতু মোল্লা,এড.জহিরুল হক খন্দকার,আনন্দ টিভি কসবা প্রতিনিধি এস এম নাছির উদ্দিন খান প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মো:মিলন খান জীবন,আলহাজ্ব আ:মতিন ভুইয়া,মএম এ মতিন, মো:নুরুল আলম খান,জাহাঙ্গীর আলম ভুইয়া,সফিকুল ইসলাম ভুইয়া সেলিম,দেলোয়ার হোসেন ভুইয়া রিপন প্রমুখ। পরিশেষে তিতাস ক্যাবল পরিবারের সৌজন্যে র‌্যাফেল ড্র’র ৬১টি বিজয়ীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়েছে।






Shares