Main Menu

কসবায় ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে স্বামী নিহত, স্ত্রী আহত

+100%-

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঘূর্ণিঝড় সিত্রাংয়ের সৃষ্ট ঝড়ে ঘরের ওপর গাছ ভেঙে পড়ে জয়নাল আবেদীন ভুইয়া নামের এক ব্যক্তির নিহত হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) গভীর রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধ্বজনগর গ্রামে এ ঘটনা ঘটে। জয়নাল আবেদীন ভুইয়া ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ উল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও জানান, রাতে প্রচণ্ড ঝড়ের সময় ঘুমন্ত অবস্থায় থাকা জয়নাল আবেদীন ভুইয়ার ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে চাপা পড়ে জয়নালের মৃত্যু হয়। এ ঘটনায় তার স্ত্রী আহত হয়েছেন। এছাড়াও ঝড়ে উপজেলার ক্ষয়ক্ষতি নিরুপনে আমরা বিভিন্ন ঘটনাস্থলে যাচ্ছি। পরিদর্শন শেষে সার্বিক ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরা হবে।


Shares