কসবায় পৃথক অভিযানে বিদেশী মদ ও গাজা উদ্ধার। আটক-৪
রুবেল আহমেদ : কসবায় পুলিশের পৃথক পৃথক অভিযানে ১০৫ বোতল বিদেশি ব্রান্ডের মদ ও ৯ কেজি গাঁজা সহ ৪ জন পাচারকারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার রাতে কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের নেতৃত্বে উপজেলার কায়েমপুর, চৌমুহনী ও হাজিপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
এসময় ৫ কেজিসহ ২ জন ও ৪ কেজিসহ ২ জনকে পাচারে জড়িত থাকার দায়ে আটক করা হয়। আটককৃতরা হলো, কিশোরগঞ্জ জেলার ইটনা থানার কুরশী গ্রামের সিরাজ মিয়ার ছেলে বিবেক মিয়া (৪০), নেত্রকোনা জেলার কলমকান্দা থানার ফকির চান্দায়াল গ্রামের মৃত নসর জামানের ছেলে আবুল হোসেন মঞ্জু (৩৫), একই জেলার আটপাড়া থানার দেওয়াসিড়ি গ্রামের মৃত তাজিম উদ্দিনের ছেলে রাছেল মিয়া (২৫) ও মৃত আক্কাছ মিয়ার ছেলে মুন্না মিয়া( ২৬)। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে বলে জানায় পুলিশ।
অপরদিকে ১০৫ বোতল বিদেশী মদ উদ্ধারের ঘটনায় পলাতক দুই পাচারকারী উপজেলার কামালপুর গ্রামের লালু মিয়ার ছেলে নুরু মিয়া (৩২) ও কামালপুর বেলতলী গ্রামের মকবুল হোসেনের ছেলে ছোটন মিয়া প্রকাশ রাজু (২৮) এর বিরুদ্ধেও মামলা করেছে পুলিশ। আটককৃতদের শনিবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। পাচারকাজে ব্যবহৃত সিএনজি জব্দ করা হয়েছে।
কসবা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদে পৃথক পৃথক অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়েছে। দুজন পালিয়ে গেলেও চারজনকে আটক করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।