Main Menu

‘সোনার বিস্কুট’প্রতারকচক্রের এক সদস্য আটক

+100%-

biscuitডেস্ক ২৪:: পিতলের ওপর সোনালি প্রলেপ দিয়ে একটি চক্র এটিকে সোনার বিস্কুট হিসেবে বিক্রি করছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় তেমনই প্রতারকচক্রের এক সদস্যকে বৃহস্পতিবার আটক করেছে পুলিশ।

তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার দাবি করেছে পুলিশ।

আটক ব্যক্তি হলো ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর গ্রামের মনির হোসেনের ছেলে মো. আলাউদ্দিন। ওই চক্রের সদস্য জসিম উদ্দিন কৌশলে পুলিশের কাছ থেকে সটকে পড়েছে। আলাউদ্দিনের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী একটি দোকানে বিক্রি করা এক জোড়া কানের সোনার দুল উদ্ধার করেছে পুলিশ।