Main Menu

সার্কভূক্ত চারটি দেশের চুক্তির আওতায় পরীক্ষামূলক পণ্য পরিবহন শুরু

+100%-

akhaura pic 3-11-15
সার্কভূক্ত চারটি দেশের মধ্যে যানবাহন চলাচল চুক্তি বি.বি.আই.এন (বাংলাদেশÑভুটান-ইন্ডিয়া-নেপাল মটর ভিকল এগ্রিমেন্ট) এর আওতায় কার্গো ট্রায়াল এর মাধ্যমে পরীক্ষামুলকভাবে পন্যবাহি মালামাল পরিবহন শুরু হয়েছে। আখাউড়া কাস্টমস এর সহকারী কমিশনার মিহির কিরণ চাকমা জানান, ট্রানজিট সুবিধার আওতায় পরীক্ষামূলকভাবে ভোডা ফোনের টেলি-কমিউনিকেশন সরঞ্জামের একটি কার্গো নিয়ে ভারতের কলকাতা থেকে বেনাপোল বন্দর হয়ে আজ মঙ্গলবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থল বন্দরে এসে পৌছায়। পরে কাস্টমস শেষে দুপুর দেড়টার দিকে পণ্যবাহী কার্গোটি ত্রিপুরায় প্রবেশ করে।
এটি ত্রিপুরার আগরতলার হয়ে সরাসারি গোহাটিতে যাবে। এই চালানের সাথে কলকাতার ট্রান্সপোর্ট এজেন্সী ডিএইচএল গ্লোবাল ফরওয়ার্ডিং কোম্পানীর চার সদস্যের একটি প্রতিনিধিদলও মাইক্রোবাসে যাচ্ছেন। এটাই ট্রানজিট সুবিধার আওতায় যান চলাচলের পরীক্ষামূলক প্রথম চালান ।






Shares