Main Menu

মনিপুর সাহিত্য পরিষদের ৫৩তম সম্মেলন ও গুণীজন সংবর্ধনা। বাংলাদেশের সাংবাদিককে আমন্ত্রণ

+100%-

tripuraএকুশে ফেব্র“য়ারী সকাল ১১টায় ভারত ত্রিপুরারাজ্যের আগরতলা কলাক্ষেত্রের কনফারেন্স হলে মনিপুর সাহিত্য পরিষদের ৫৩তম সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠানে আমন্ত্রিত প্রধান অতিথি ছিলেন আগরতলা সিটি কর্পোরেশনের মেয়র ড. প্রফুল্লজিত সিংহ, বাংলাদেশ থেকে আমন্ত্রিত অতিথি ছিলেন আখাউড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুন্নবী ভূঁইয়া।

প্রথমেই পরিষদের পতাকা উত্তোলন করেন সভাপতি শ্রী এস, সুরেশ সিংহ। ভাষা শহীদ ও প্রয়াত সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে একটি মিনিট নিরবতা পালন করা হয়। সম্মেলন উদ্বোধন করেন প্রধান অতিথি মেয়র প্রফুল্লজিত সিংহ। সম্মলনে আগামী দুই বছরের জন্য সভাপতি পদে রাজকুমার জিতেন্দ্রজিত সিংহ, সাধারন সম্পাদক এল বীর মঙ্গল সিংহ, কোষাধক্ষ্য এম, মৃনাল কান্তি সিংহকে নির্বাচিত করা হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে মনিপুরী সংস্কৃতি জগতের গুণীজনদের এবং ক্রিড়াবিদদের সংবর্ধনা দেয়া হয়। শেষে কবি সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। অনুষ্ঠান শুরুর আগে সাংবাদিক নুরুন্নবী ভূঁইয়াকে মনিপুর সাহিত্য পরিষদের বই ও লেখার সামগ্রী উপহার দিয়ে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ভারতের আগরতলা ও পশ্চিমবঙ্গের লেখকদের ১৮টি লেখা নিযে নুরুন্নবী ভূঁইয়ার সম্পাদিত ’এখানে কাটাতারের বেড়া নেই’ নামে গ্রন্থটি মেয়র ড. প্রফুল্লজিত সিংহ, বিদায়ী সভাপতি এম, সুরেশ, নবনির্বাচিত সভাপতি রাজকুমার জিতেন্দ্রজিত সিংহ এর হাতে উপহার হিসাবে তুলে দেন নুরুন্নবী ভূঁইয়া।প্রেস রিলিজ






Shares