Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ইয়াবাসহ একজন আটক

+100%-

20161225_180302

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সোহরাব খান (৪৪) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে উপজেলার খড়মপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সোহরাব খড়মপুর এলাকার মৃত মাস্টার আরফান খানের ছেলে। সে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণাবড়িয়া সার্কেরের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে খড়মপুর এলাকার খান ম্যানশনস্থ আনিকা ভ্যারাইটিজ স্টোর নামে একটি মুদি মালের দোকানে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল। অভিযানে দোকানের মালিক সোহরাব খানের দেহ তল্লাশি করে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি আরও জানান, সোহরাব দীর্ঘদিন ধরে মুদি মালের ব্যবসার আড়ালে মাদক ব্যবসা পরিচালান করে আসছিল। এ ঘটনায় আখাউড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।