Main Menu

খরমপুর কেল্লা শাহ (রা:) মাজারের পুকুরে ডুবে নারীর মৃত্যু

+100%-

আখাউড়া উপজেলায় খরমপুর কেল্লা শাহ(রা:) মাজারের পুকুরে থেকে অজ্ঞাত (৩৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করছেন পুলিশ। রোববার (১৫ মার্চ) সকালে উপজেলার খরমপুর গ্রামের কেল্লা শাহ(রা:) মাজার এলাকার পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত (ওসি) মোঃ রসুল আহম্মদ নিজামী জানান, সকালে তিনি মাজারে পুকুরে কাপড় কাচছিলেন। এ সময় হঠাৎ অসুস্থ হয়ে পুকুরের পানিতে পারে যান। পরে মাজারের অন্য ভক্ত আশেকানেরা দেখতে পেয়ে পানি থেকে উঠিয়ে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। পরে খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।

তিনি জানান, ওই নারী মাজারে ভক্ত। দীর্ঘ দিন ধরে তিনি মাজারে থাকছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।