এত রোহিঙ্গার চাপ বাংলাদেশ সহ্য করতে পারে না_আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, এত রোহিঙ্গার চাপ বাংলাদেশ সহ্য করতে পারে না। তবে হয়তো সাময়িকভাবে তাদেরকে সহযোগিতা করা যাবে। আমরা বিশ্ববাসীর কাছে এই দাবি জানাই যে রোহিঙ্গাদেরকে নিজ দেশে ফিরিয়ে নিতে যেন তারা সোচ্চার হয়।
তিনি বলেন, রোহিঙ্গাদের উপর অনেক অত্যাচার হচ্ছে। বাড়ি ঘর জালিয়ে দেয়া হচ্ছে। তারা অনেক কষ্ট করে ঝুকি নিয়ে নাফ নদী দিয়ে বাংলাদেশে আসছে। তাদেরকে যেন দেশে ফিরিয়ে নেয়া হয় সেই আহবান জানাই।
এছাড়াও তিনি ৫৭ ও ১৯ ধারার বিষয়ে বলেন, ৫৭ ধারা নিয়ে সাংবাদিকদের ভয় পাওয়ার কিছুই নেই। শীঘ্রই ৫৭ ও ১৯ ধারার সমস্যার সমাধান করা হচ্ছে।
তিনি শুক্রবার সকালে আখাউড়ার ধলেশ্বর গ্রামে রাবিয়া খাতুন স্মৃতি পাঠাগার আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পাঠাগারের প্রতিষ্ঠাতা আকছির এম চৌধুরির সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ শামছুজ্জামান, মেয়র তাকজিল খলিফা কাজল, আওয়ামী লীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন।
পরে তিনি আখাউড়া উপজেলায় পিএসসি, জেএসসি ও জেডিসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করেন।