Main Menu

আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে আখাউড়া মুক্ত দিবস পালিত

+100%-

প্রতি বছরের ন্যায় এবারও আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া উপজেলা শাখার উদ্যোগে ৬ ডিসেম্বর আখাউড়া উপজেলা মুক্ত দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে উদযাপন করা হয়েছে। ৬ ডিসেম্বর এর প্রথম প্রহরে ০.১ মিনিটে আখাউড়া পোস্ট অফিস চত্বরে প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ১০টায় জাতীয় ও মুক্তিযুদ্ধের পতাকা উত্তোলন, আলোচনা সভা ও র‌্যালী, শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। পরে আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া উপজেলা শাখার আহবায়ক আনিসুর জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূইয়া, আবুল কাসেম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাঈদ, আমরা মুক্তিযোদ্ধার সন্তান ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডঃ এনামুল হক কাজল, সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ, আখাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সদস্য শাখাওয়াত হোসেন পাখি। আমরা মুক্তিযোদ্ধার সন্তান দীপংকর ঘোষ নয়ন ও মনিরুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান আখাউড়া উপজেলা শাখার সদস্য সচিব সালাউদ্দিন আহমেদ সুমন, শরিফুল ইসলাম, স্বাধীন, পারভেজসহ আখাউড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি)সহ সরকারী কর্মকর্তা- কর্মচার্রীবৃন্দ প্রমুখ। সভাশেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।






Shares