আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে হোটেল ও মিষ্টি ব্যবসায়ীকে জরিমানা
আখাউড়ায় ভোক্তা অধিকার আইনে ৩ হোটেল ব্যবসায়ীকে পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামছুজ্জামান।
সোমবার দুপুর ১২টার দিকে পৌরশহরের খরমপুর এলাকায় মোবাইল কোর্ট অভিযান চলে। অভিযানে খরমপুর কল্লা শহীদ (রাঃ) মাজার শরীফ প্রাঙ্গণে অবস্থিত আল্লার দান হোটেল এর ব্যবসায়ী মোঃ লোকমান কে খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারায় ২,০০০/-(দুই হাজার) টাকা জরিমানা করা হয়। পরে একই আইনে কল্লা শহীদ (রাঃ) মিষ্টান্ন ভান্ডার প্রোঃ আমিন উদ্দিন খাদেম কে খোলা জায়গায় মিষ্টি রাখার দায়ে ৫০০/- (পাঁচশত) টাকা এবং ভাই ভাই হোটেল, প্রোঃ নাছির মিয়া কে দীর্ঘ দিনের বাসি, পঁচা, খোলা ও অপরিচ্ছন্ন খাবার রাখার দায়ে ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা করা হয়।
« নবীনগরে খুনের চারমাস পর পরিচয় মিলেছে গলিত লাশের,গ্রেপ্তার-১ (পূর্বের সংবাদ)
(পরের সংবাদ) আখাউড়ায় অসহায় এক মেয়ে শিল্পীর চিকিৎসার জন্য নগদ অর্থ প্রদান »