আখাউড়া সীমান্তে ১০ বাংলাদেশী আটক
আখাউড়ায় অবৈধভাবে সীমান্ত পথে ভারতে যাওয়ার চেষ্টাকালে ১০ বাংলাদেশি নাগরিককে আটক করেছে ঘাগুটিয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার দুপুরে তাদেরকে আদালতের নির্দেশে ব্রাহ্মণবাড়ীয়া জেলা কারাগারে পাঠানো হয়।
রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ঘাগুটিয়া সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, রাজশাহীর তানোর উপজেলার বদলপুর গ্রামের মাহবুল হকের ছেলে আব্দুল মালেক, একই এলাকার মুসফুর আলীর ছেলে রুহুল আমিন, রফিকুল ইসলামের ছেলে আব্দুল জব্বার, আশরাফুল মিয়ার ছেলে খলিলুর রহমান, লুৎফুর রহমানের ছেলে ইমন মিয়া, শিস মোহাম্মদের ছেলে সেলিম রেজা, মিস্ত্রী পাড়ার আতাউর রহমানের ছেলে আরিফুর রহমান, হামিদ আলীর ছেলে রবিউল ইসলাম, নরেন্দ্রপুর গ্রামের শাহ্ জামাল আলীর ছেলে আজিজুর রহমান ও চাপাইনবাবগঞ্জের চরভারডাঙ্গা গ্রামের নজরুল ইসলামের ছেলে নয়ন মিয়া।
বিজিবি ঘাগুটিয়া ক্যাম্প কমান্ডার রবিউল ইসলাম জানান, আখাউড়ার ঘাগুটিয়া সীমান্তের ২০২৮/ ১’এস সীমান্ত পিলারের দৌলতপুর এলাকায় বিজিবি টহল জওয়ানরা রাতের বেলায় ১০ যুবককে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা অবৈধপথে ভারতে যাওয়ার জন্য এসেছে বলে স্বীকার করলে আটক করা হয়।